ফেসবুক পিক্সেল কী

ফেসবুক পিক্সেল হলো একটি জাভাস্ক্রিপ্ট কোড যা আপনার ওয়েবসাইটে যোগ করা হয়। এটি আপনার ওয়েবসাইটে ভিজিটরদের কার্যকলাপ ট্র্যাক করে এবং ফেসবুককে আপনার এডের কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্য করে। যখন কেউ আপনার ওয়েবসাইটে আসে, তখন পিক্সেল তাদের ক্রিয়াকলাপের তথ্য ফেসবুকে পাঠায়। এই তথ্যের ভিত্তিতে আপনি আপনার বিজ্ঞাপনকে আরও কার্যকরী করে তুলতে পারেন এবং আপনার বিক্রয় বাড়াতে পারেন। 

ওয়েবসাইটে পিক্সেল দিয়ে ট্র্যাক করা যায় এমন ইভেন্টগুলি:

ফেসবুক ব্রাউজার পিক্সেল এবং কনভার্সন এ পি আই  সার্ভার সাইড ট্র্যাকিং

ফেসবুক পিক্সেল যুক্ত করার দুটি মূল উপায় রয়েছে। আসুন সংক্ষেপে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১. ব্রাউজার পিক্সেল: 

এই পদ্ধতিতে, ফেসবুক পিক্সেল কোড আপনার ওয়েবসাইটে যোগ করা হয় এবং এটি ব্যবহারকারীর ব্রাউজার থেকে তথ্য সংগ্রহ করে। এই পদ্ধতিটি খুব সহজ এবং সাধারণত ছোট ও মাঝারি ব্যবসায়ের জন্য উপযুক্ত। তবে, এড ব্লকার বা প্রাইভেসি সেটিংসের কারণে তথ্য সংগ্রহে সমস্যা হতে পারে।

২. সার্ভার-সাইড ট্র্যাকিং (কনভার্সন এপিআই): 

এই পদ্ধতিতে, আপনার ওয়েবসাইটের সার্ভার থেকে সরাসরি ফেসবুকে তথ্য পাঠানো হয়। এটি ব্রাউজারের উপর নির্ভরশীল নয়, ফলে এড ব্লকার বা প্রাইভেসি সেটিংসের কোন প্রভাব পড়ে না। তবে, এই পদ্ধতিটি সেটআপ করতে কিছুটা জটিল এবং সাধারণত বড় ব্যবসায়ের জন্য উপযুক্ত।

ফেসবুক পিক্সেল সেটআপ করার সহজ পদ্ধতি

ফেসবুক পিক্সেল সেটআপ করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার:

পিক্সেল অ্যাড করার পদ্ধতিঃ 

যখন ট্র্যাকিং কোড ক্রিয়েট হয়ে যাবে তখন সেই কোডটি ওয়েবসাইটে বসানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন তিনটি উপায়ে আপনি এই কোড ওয়েবসাইটে ইনপুট করতে পারবেন। 

আপনি আপনার সুবিধা জনক উপায়ে পিক্সেল কোডটি ওয়েবসাইটে ইন্সটল করে নিবেন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে ফেসবুক কনভার্সন API-র মাধ্যমে সার্ভার-সাইড ট্র্যাকিং সেটআপ

প্রথমে আপনাকে নিজের ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। এরপর “ইন্সটল ও অ্যাকটিভেট” অপশনে গিয়ে “Pixel Your Site” নামের প্লাগিনটি সার্চ করে ইন্সটল এবং অ্যাকটিভ করুন। তখন প্লাগিনের ড্যাশবোর্ডে গেলে নিচের মত একটি ইন্টারফেস/সেটিংস পেজ দেখতে পাবেন।

এরপর ইন্টারফেস/সেটিংস পেজের ফেসবুক বাটনে ক্লিক করে ভিতরে যান। এখানে আপনাকে পিক্সেল ID এবং কনভার্সন API অ্যাক্সেস টোকেন দিতে হবে। এই দুইটি দিয়ে সেভ করলেই সার্ভার-সাইড ট্র্যাকিং সেটআপ সম্পন্ন হয়ে যাবে।

এবার আসুন দেখে নেই কোথায় থেকে আপনার পিক্সেল ID এবং কনভার্সন API অ্যাক্সেস টোকেন সংগ্রহ করতে হবে। এজন্য আপনাকে মেটা বিজনেস স্যুটের ইভেন্ট ম্যানেজার/ইভেন্ট(Event) অপশনে গিয়ে নির্ধারিত পিক্সেলের সেটিংস ট্যাব/পেজ ওপেন করুন। স্ক্রল করে এই ট্যাব/পেজের কনভার্সন API সেকশনে যান। সেখানের থেকে “Generate access token” লিংকে ক্লিক করুন। এরপর অ্যাক্সেস টোকেন তৈরি হয়ে যাবে। টোকেন এবং পিক্সেল ID কপি করেই আপনাকে আগের দেখানো “Pixel Your Site” প্লাগিনের ফেসবুক ট্র্যাকিং ইন্টারফেস/সেটিংস পেজে পেস্ট করতে হবে।

ফেসবুক পিক্সেল ব্যবহার: সেরা অনুশীলন

ফেসবুক পিক্সেল ব্যবহার শুধুমাত্র সেট আপ করলেই হবে না, এর কার্যকারিতা ও পরিচালন পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি।

সব ধরনের ইভেন্ট ট্র্যাক করার পরিবর্তে শুধুমাত্র আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকেই ট্র্যাক করুন।

অতিরিক্ত পিক্সেল ব্যবহার আপনার ওয়েবসাইটের গতি কমিয়ে দিতে পারে এবং ভিজিটরদের অন্যত্র চলে যেতে উৎসাহিত করতে পারে।

শুধুমাত্র সেলস ফানেলের গুরুত্বপূর্ণ পেজগুলো যেমন ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ এবং পারচেস পেজকে টার্গেট করুন।

ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট টার্গেট করার জন্য পিক্সেল ব্যবহার করা অযৌক্তিক। আপনার ক্যাম্পেইনের লক্ষ্য অনুযায়ী টার্গেট নির্ধারণ করুন।

পিক্সেল ব্যবহারের সময় ব্যবহারকারীদের প্রাইভেসির দিকে বিশেষ নজর দিন। অনিয়ন্ত্রিত পিক্সেল ব্যবহার ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

পরিশেষ

গুগল ট্যাগ ম্যানেজারকে ফেসবুক পিক্সেলের মতো একটি ওয়েবসাইট ট্র্যাকিং সরঞ্জাম হিসেবে ভাবুন। যদি আপনি গুগল অ্যাডস বা অ্যানালিটিক্স ব্যবহার করেন, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আপনার জন্য আরও উপযোগী হতে পারে। পিক্সেল সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, দ্বিধা করবেন না, আমাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *